ওই দূর নীল আকাশে তুমি ছিলে
আবছা অস্পষ্ট,
ক্ষণে ক্ষণে ফিরে আসো পানকৌড়ি
কিম্বা চিলের বেশে।
কখোনবা অশীতিপর মানবীর বেশে।
ছোট্ট বাক্য বিনিময়?
হেন তুল্য কিছু নয়;
তোমার হাসির কি বিশালত্ব!
অগভীর ফের অতুল্য।
কত আকুতি, কত মিনতি
তবুও ছিলে অন্তর্ধান
গোলাপের সুরভীর মতো।
বাসুকিনাগপরে আজিকে
শনির হাওয়া বয়,
তাবৎ অন্তর্ধান, অগভীর অন্তর্ধান।