সামনে ধু ধু  প্রান্তর
বুকে দুরু দুরু কাপন !
চারিদিকে,  না না সামনেই বিশাল জলরাশি
মাঝখানে ছোট্ট নৌকো !
মাঝে মাঝে জলরাশির ঘুর্ণিপাক, অতল জলে অজস্র ঢেউ।
ভাসমান নিঃসঙ্গ জীবন
হৃদয়ে হাহাকার ধ্বনি,
একদম উথালপাতাল ঢেউয়ের মতো কাপন;
ঠিক যেন অতল সমুদ্রের মাঝখানে দাড়িয়ে
                               -আমি একা!!!!
ডাক দিয়ে পালিয়ে বেড়ায় নিরব বাস্তবতা,
কেন এমন হয়?
বারে বারে প্রশ্ন জাগে জিজ্ঞাসু মনে।