আমি আগন্তুক, উদ্দেশ্যহীন পথের পথিক;
আমার দেশ নেই, জাত নেই
নেই সুনির্দিষ্ট আবাসস্থল।
আমি আগন্তুক,
এই বিশ্বব্রহ্মাণ্ডের পথের পথিক।
আমার কোন চাওয়া- পাওয়া নেই
নেই কোন উদ্দেশ্য।
আমি বুঝিনা- কে কার, আমি কার,
আমি কেইবা!!
আমি দেখেছি কত অভাব অনটন,
কতশত মানুষের ভীড়ে
শুনেছি কত কান্নার শব্দ,
আমি নির্বিকার।
আমি দেখেছি বস্ত্রহীন কত ক্ষুধার্ত মফিজ, জরিনাকে-
তাদের অসহায় দুচোখের চাহনি
কি যেন বলতে চায়! কি চায়?
আমি বুঝিনি কিছুই,
আমি নির্বিকার।
আমি শুধু হাঁটি, কল্পিত পথে হাঁটি
এই চলা-
উদ্দেশ্যহীন পথচলা, অবান্তর পথচলা।