রাত?
সে তো গভীর হয়;
অন্ধকারে হারিয়ে নিয়ে যায়।


ভোর?
সে তো নিকটবর্তী হয়;
আলোকের পথে ধীর পায়ে হেঁটে চলে।


রাত্রি যদি সত্যি হয়,
জীবন এক মিছে স্বপ্নঘোর।


ভোর যদি সত্যি হয়
সুখ এক আরশি নগর
অদৃষ্ট বহুদূর!!


দৈব চয়নে জীবন
আলো আঁধারের খেলা।