অস্ফুট কণ্ঠস্বর অনতিদূরে,
হয়তো স্বপ্ননদীর পাড়ে!
নদীর কিনারের শিমূল গাছটির নিকটে
দাঁড়িয়ে অতীন্দ্রিয়া, আবছা অবয়ব।


সে বার বার কি যেন বলছে, অস্ফুট স্বরে;
আমার বোধগম্যতার বাইরে,
সে অতি আড়ালে, হয়তো ভালবাসে-
ভালবাসে হাতে হাত রেখে চলা সুদূরতা।


আমার শূন্যতাগুলো বুঝতে পারে,
খুব নিরবে ভালবাসে;
আমাকে কাছে টানে, অতি আড়ালে,
সেই শিমূল গাছের তলে।


আমার বোধগম্যতার বাইরে,
হয়তো অতি বেশিই ভালবাসে
নির্বাক ভালবাসা, ভালবাসে
সেই অস্ফুট স্বরের আমার অতীন্দ্রিয়া।