অনেক বাঁধার পরেও
তোমায় পাওয়ার ইচ্ছে ছিল
অনেক ভুলের ভীড়ে
ইচ্ছাগুলোর মৃত্যু হলো
চার দেয়ালে আঁকা স্বপ্নগুলো
শেওলা পরে নষ্ট হলো
মানবে কি তোমার ভুল ছিল যে
আমার ভুলেই তার মূল ছিল যে
ফিরব বল কি করে যে
আমার মূলে যে আজ ঘুণ ধরেছে
তারপরও বলি
ইচ্ছে ছিল ,ইচ্ছে ছিল
ফিরলে তুমি এমন সময়
যখন আমার শূন্য হৃদয়
স্বপ্নগুলোর শ্বাসরুদ্ধ করে
যখন আমার বাঁচার লড়াই
হতে পারিনি দৈব মানব
হতে পারিনি স্বপ্নচারী
বাস্তবতার ইন্দ্রজালে
আমি যে আজ খুব সাধারণ