আর হয়তো তোমার সাথে আমার
কোনোদিন ও দেখা হবে না
কি লাভ বলো দেখা হলে আবার
আমার অব্যক্ত প্রেম তোমার অজানা।
গ্রীষ্মের এক দুপুরে আমবাগানে দেখি
লুকিয়ে তোমার মুখচ্ছবি
বলতে চেয়েছিলাম তোকে তুই কি
আমার বাগানের কাঠবেড়ালী হবি ?
লজ্জায় রাঙা মুখ লুকালে তুমি
আর দেখিনি তোমায় কোনোদিন
বুঝলে না আমার মনের ভাষা
আসলে না করতে আমার মন রঙিন।
আজ ও আছে আম বাগান আমগাছ
বছর বছর গ্রীষ্ম আসে আর যায়
বাগান খানা আর মুখরিত হয়না আজ
তুমি আর আসো না নুপুর পায়।
আর হয়তো দেখা হবে না তোমার আমার
আজ সুখী তুমি স্বামী পুত্র কন্যা নিয়ে
আজ ও আমি একাকী আমবাগানে যাই
বুকে অব্যক্ত ভালোবাসার ব্যাথা নিয়ে।