বৃষ্টি তোমাকে এতো ভালো লাগে কেন ?
তোমার ওই নির্লিপ্ত অসীম তেজের জন্য
যে তেজের বলে প্রখর সূর্য কে ঢেকে রাখ
কালো মেঘের চাদরে তার মাথা মুড়িয়ে
নাকি বদলে ফেলো চারিপাশের প্রকৃতি কে
এলোমেলো তুমি যখন অঝোরে পড় গড়িয়ে।


গুরু গুরু রবে ভাঙে যেন রাঙা মেঘ গুলি
সকালের সূর্য অস্তে গিয়ে যেন আসে গোধূলি
বন্ধ পাড়ার মিটিং মিছিল প্ল্যাকার্ড গুছায় সবে
কে জানতো তুমি না আসলে , আসবে শান্তি
কলহ ঝগড়া এদের এতো তাড়াতাড়ি বন্ধ হবে।


বৃষ্টি তোমাকে এতো ভালো লাগে কেন ?
চুম্বনে মাতো  প্রিয়ার ঘন কালো কেশ বেয়ে
কপাল হতে ওষ্ঠ ছুঁয়ে কোথায় পড়ো গড়িয়ে
খুনসুটিতে ভরিয়ে তুলো প্রিয়ার মুখে হাসি
তোমায় পেয়ে প্রিয়া হয় খুশি , আমি ও খুশি
সুন্দরী বৃষ্টি তাইতো তোমায় এতো ভালোবাসি।


আমার প্রিয়ার প্রিয় বান্ধবী থাকো প্রিয়ার সাথে
তোমায় নিয়ে প্রিয়া যেন নতুন খেলায় মাতে
দাঁড়িয়ে দূরে দেখি আমি মুখে ফোটে হাসি
প্রিয়া বৃষ্টি তাইতো তোমায় অকপট ভালোবাসি।