আচ্ছা ভালোবাসা কেন সবসময়
এক তরফা হতে হবে ?
প্রজাপ্রতি ফুলকে ভালোবেসে
তার মধু খেতে শুরু করে
কিন্তু মধু  একদিন শুকিয়ে যায়
আহত প্রজাপতির কিছুই করার নেই
বেচারা উড়ে যায় অন্য ফুলে
একটু মধু খাবার জন্য।


আচ্ছা ভালোবাসা কেন সবসময়
এক তরফা হতে হবে ?
শুস্ক রুক্ষ গাছ সারাজীবন ভালোবাসে
তার কচি কচি সবুজ সতেজ পাতাকে
কিন্তু সে একদিন গাছকে ছেড়ে
মাটির উপর লুটিয়ে  পড়ে
বেচারা গাছের কিছু করার নেই
সে আবার অন্য পাতাকে
ভালোবাসতে শুরু করে ধীরে ধীরে
হয়তো নিজের প্রয়োজনে
কিংবা অন্যের জন্য ,অন্যের প্রয়োজনে।


আচ্ছা ভালোবাসা কেন সবসময়
এক তরফা হতে হবে ?
একটা মেয়ে সে যেই হোক না
ভালোবাসতে শুরু করে একটা ছেলেকে
একটা ছেলে ও তাই
কিন্তু যে কেউ একজন একজন কে
আস্তে আস্তে দুঃখ দিতে শুরু করে
কেউ ছেড়ে চলে যায়
কেউ বা বিয়ে করে , তারপর ধীরে ধীরে
তাদের ভালোবাসায় ভাটা ধরে
চরম তিক্ততায় কাটে বাকি দিনগুলি , কেন ?


আচ্ছা ভালোবাসা কেন সবসময়
এক তরফা হতে হবে ?
যে আকাশ নিজের বুকে বড়ো করে
একটু একটু করে ছোট মেঘগুলোকে
এরাই যেন আকাশের হৃদপিন্ড
কিন্তু একদিন অঝোর বর্ষণের পর
মেঘের সব জল শেষ হয়ে যায়
তারপর সে শেষ, আবার একলা আকাশ , কেন ?