মাত্র কয়েক টা ছোট ছোট স্বপ্ন
তাও সব ভেঙে চুরমার হয়ে গেলো
সেখানে ছিল না কোনো রাজকন্যা
ছিল না হিসাব ,কি রইলো কি গেলো
ছিল শুধু নিজেকে সব চেয়ে সুখী ভাবা
তবু সব কেন হয়ে গেছে এলো মেলো।


পকেটে সম্বল একটি টাকার কয়েন
তবুও ক্ষুন্ন করিনি নিজ স্বাধীনতা
চাওয়া পাওয়ার ছিল না কোনো দাবি
ভাবিনি তবু গ্রাস করবে আমায় ছিন্নতা
সরল রৈখিক জীবন চেয়েছিলাম আমি
রাখিনি মনে দ্বিধা , তবে কেন এ বক্রতা।


কয়েকটি মাত্র টুকরো টুকরো স্বপ্ন
সেই জগতে আমি আর শুধু আমি
পরোয়া করিনি লোভ লালসা তোমায়
এই কি তবে আমার চরমতম বোকামি
যা আমার নয় তাকে চাইনি আমি পেতে
এটাই ছিল আমার একমাত্র পাগলামি।


ছোট্ট ছোট্ট স্বপ্ন গুলো তবু ভেঙে গেলো
যেখানে ঠাঁই পায়নি কোনো তুমি
চাঁদের আলোয় একাকী করেছি স্নান
একাকী জয় করেছি ধূসর মরুভূমি
তাহলে স্বপ্ন গুলো চুরমার হলো কেন ?
এখন কি নিয়ে বাঁচবো বলোতো আমি।