কলমিলতা যেথায় ভাসে সারা পুকুর জুড়ে
যেথায় শুধু ডাহুক র হাঁস ছানা বেড়ায় ঘুরে
রুই- কাতলা- চিতল যারা জলে করে খেলা
মোল্লাবাড়ির বৌরা পুকুর  ঘাটে বসায় মেলা
সবেদা গাছ টা দাঁড়িয়ে দেখে শুধু ওপর থেকে
স্নানের পরে কলসি কাঁখে  চলে এঁকেবেঁকে
কেমন তোমার চলার গতি মোল্লাবাড়ির বৌ
জানি আমি আর সবেদা গাছ ,জানে না কেউ।


চড়ুই যেথা খেলা করে,  শালিক ঝগড়া করে
উঠানে শুয়ে কালুর চিৎকার শুধুই বাতাস ভরে
ওর সাথে গলা মেলায় বাড়ির যত পোষা মিনি
ওদের এই ঝগড়াঝাটি  কতদিন থেকে চিনি
যখন মা খেতে দেয় শুনে মায়ের আদরের ডাক
ছুটে আসতে হয়না দেরি যেথায় থাকেযত কাক।


সন্ধ্যা বেলায় সূর্যি ডুবে আমার ভাঙা ঘরের চালে
সেথায়  উঁকি দেয় তারার দল সূয্যি ডুবে গেলে
বাদুড় ঝোলে পেয়ারা গাছে , পেঁচা ডাকে দূরে
দুই একটা রাত জাগা পাখি ঘরকে ঘিরে ঘুরে
ভরা শাওনে ধানের দল  দোলায় তাদের মাথা
নাম না জানা বাউল শিল্পী তা নিয়ে গায় গাথা
এমন সুন্দর প্রকৃতির মাঝে জন্মে আমি ঋণী
কি করলে মা তোমার জন্য হবে তুমি গরবিনী।


করাত চলছে করর করর কাটছে শুধু  গাছ
পুকুর খুঁড়ে উঠছে ফ্ল্যাট হারিয়েছে চিতল মাছ  
মোল্লাবাড়ির বৌরা বাঁধা রয়েছে ধর্মের জালে
চড়ুই গুলো মরে গেছে , আসে না ঘরের চালে
সব কিছু বদলে গেছে , বদলেছে গ্রাম খানি
কোন নাগিনী গহ্বরে তার নিলে যে গ্রাম কে টানি।