ময়না টা আজ মরে গেছে
   ধুলায় মিশে গেছে তার একরাশ স্বপ্ন
যে গাছের ডালে ছিল তার বাস
     ডাল কাটা হয়ে গেছে ,গাছ মরণাপন্ন
তবুও তার মাঝে -
একরাশ স্বপ্ন বুকে নিয়ে গাছের ডালে
      বাসা বেঁধেছিলো ময়না
      তার ছানাপোনা নিয়ে
কার দোষে ভাঙলো তার সুখের ঘরখানি ,
কোন অপরাধে নিয়তি তারে নিলো
           তারেও কাছে টানি
           ছিল দোষ কি জানি ?
আল্পনা গেছে বেশি হওয়া চালের গুঁড়ো
      উঠানে ফেলে না আর  গৃহবধূ
উঠছে গড়ে শহর নগর , ভাঙছে গ্রাম
ইট পাথরের চাপে সবাই তো জবুথবু
     এর মাঝে যে বাঁচা  যায়না
      এ কথা জানিয়ে গেল ময়না।