আপণে বসিয়া আছে হরিহর আপনি
শীতের দাপটে তার গায়ে ধরে কাপুনি ।
কেউ কি আসিবে এখ্ন ভাবে খুড়া মনে
ও পাড়ার নরু মাঝি আসিলা তখনে ।
'কি গো খুড়া ভালো আছ', নরু জিগায়
এই ঠান্ডায় রে বাপ বেচে থাকা দায় ।
এই বলি হরিহর মন দিলা কাজে
নরু আবার জিগায় ঘড়িতে কত বাজে ।
কি লুবু কহে খুড়া তাকায়ে নরুর দিকে
' তেমন কিছু না ', নরুর মুখটা ফিকে ।
আধ পয়সার তামুক হইলে চলিবে
এই রাত দুপুরে তা ও কে বা দিবে  ।
খুড়া একটু বেশি দিও এক রাতের মত
ঘুমদি উঠি তামুক নইলে বুকে কস্ট হয়তো।
বউটা  শালী হারামজাদী জন্ম দিছে পোলা
ছাবাল দুটি সন্ধ্যা দি খাবার জন্য কানছিলা ।
লাথি দিয়া সব কটারে তাড়ায় দিছি আমি
এখন গিয়া মনের দুঃখে তামুক টুকু  টানি ।
কি কইলি হারামজাদা দূর হ আপণ হতে
বউ বাচ্চা খেদায় দি আসচ তামুক লিতে ।