দাদা -
অনেক দিন হল ,দিস না কোনো চিঠি
পাইনা তোর কোনো খবর ,
ভাবতে ভাবতে তোদের কথা
মৃতা মায়ের দিয়েছি কবর।
দাদা মা আমাদের ছেড়ে চলে গেছে
আসবে না আর ফিরে
খড়ের চালের ভাঙা ঘরখানিতে
মায়ের কান্না ঘুরে- ফিরে।
শুনেছি তুই মস্ত ইঞ্জিনিয়ার
সেই মার্কিন মুলুকে ,
দেখিস নি মায়ের দুঃখের দিন
গেছে যা মা নিয়ে বুকে।
তোর অসুখের সময় ছোট্টবেলায়
ঘরে নিভতে বসা  প্রদ্বীপ
সারা টা রাত থাকতো জেগে মা
আর ডাকতো সন্দীপ, সন্দীপ।
পৃথিবী ছাড়ার আগে কান্না ভেজা গলায়
একবার মা ডেকেছিলো সন্দীপ
তারপর সেই ভয়ঙ্কর যমদূত টা
নিভিয়ে দিল জীবন দ্বীপ।
অভিমান করে ঘর ছাড়লি
মায়ের বুক শুন্য করে ,
তোর জন্য কেঁদে কেঁদে দাদা
বেচারি মা যে গেল মরে।
খোকন সোনা বৌদি আর তুই
আয়না সবাই ঘরে ফিরে
ডাকছে যে তোর ছোটভাই
কি হবে অভিমান করে ।