চারিদিকে এত মানুষ জন -
এত হই হট্টগোলের মধ্যেও
আমার নিজেকে বড় একা লাগে
নিঃসঙ্গ -একাকী -অসহায়।
চিরদিনের অভ্যাস মত
সকলের  সাথে চলতে গিয়ে ও
আমি একা একা পথ হাঁটি
জীবন টা শুধুই কন্টক ময়।
আমি যেন রাজকুমার ভীস্মের মত
কোন কঠিন প্রতিজ্ঞায় আবদ্ধ
তির বিদ্ধ হয়ে আহত আমি
একাকী দিন গুনছি মৃত্যুর অপেক্ষায়।
কোন সে প্রতিজ্ঞার বলে আজ
আমি একাকী অসহায়।
ছোটবেলায় একদিন দুপুরে
গ্রীষ্মের প্রখর রৌদ্রে
খেলতেছিলাম সবার সাথে।
মা এসে বকা দিল
বেতের বাড়ি পড়ল ও হাতে।
নিজের অজান্তে সেদিন বলেছিলাম
করলাম প্রতিজ্ঞা , মিশব না কারো সাথে।
সেদিন তো বুঝিনি মুখের কথা
সত্যি হয়।
আজ ও একাকিত্ব আমায় গ্রাস করে
সবাই পাশে থেকে ও কেউ নেই
মায়া ভরা এ জীবন শুন্য মনে হয়
জীবন এর বেশি আর কিছু নয়।