নাগরিক আমি, নগরবাসী
কোলকাতা মহানগরীর ,
সদা  কর্মে তত্পর আমি
অতন্দ্র প্রহরীর।
ছুটছে ট্রাম  ছুটছে বাস
ছুটছে  আমার মন ,
ছুটে চলেছে ব্যস্ত সময়
কর্মক্লান্ত জীবন।
ইট বালি পাথর সিমেন্ট
উড়ছে ধুলো আকাশে ,
সবার সাথে তাল মিলিয়ে
ছুটছি মনের আশে।
বসার সময় নেইকো হাতে
পড়তে হবে পিছিয়ে ,
আমি কত কর্মব্যস্ত
বলছি শোনো চেঁচিয়ে।
সকাল ন 'টায় ভোর হয়
ভোরের সময় রাত্রির ,
সকাল বেলায় সওয়ার হই
বাসটায় অফিস যাত্রীর।
ছুটে ছুটে কি যে করি
সারা দিন রাত ,
সময়ের আগে পারি না চলতে
কি আর করব বাজিমাৎ।