তুমি লেখক -
সারাটা দিন তোমার লেখা চলে
গরীবের কথা , ধনীর অহংকার।
তোমার কলম আরো কত কথা বলে
তুমি নিরন্তর লিখে যাও
প্রেমের কবিতা ,
জমিদারের  অত্যাচার।
তোমার কলমে লেখ কত কিছু
দুর্ভিক্ষ অনাহার।
দরদী তুমি কত কিছু লেখ
কত গরিবের ব্যথা বেদনা।
কত বার লিখেছ প্রেমের কথা
নারী পুরুষের আকুল কান্না।
ধনীর প্রাসাদের বর্ণনায় তুমি
হয়ে থাক সদা সরব।
প্রকৃতির প্রেমে আকুল তুমি
যুদ্ধ বর্ণনায় সিদ্ধ হস্ত ,
দেশের গর্ব তুমি
তোমাতেই দেশের গৌরব।
তোমায় লেখায় রক্ত ঝরে
লেখা হয় প্রেমের গান ,
প্রেমের গোলাপ খসে পড়ে
জানালে তুমি যুদ্ধের আহ্বান।