প্যান্ডোরার অজানা সেই বাক্স থেকে -
বেরিয়ে আসুক একরাশ মাছি , মশা
সঙ্গে করে নিয়ে আসুক দুঃখ ,শোক
সমস্ত পৃথিবীটা দুঃখে ভরে যাক।
তবু তার মাঝে থাক একটু আলোক
বেঁচে থাক একটি মাত্র প্রাণ।,
সূর্যের তেজে হোক সে বলিয়ান।
বাহুতে থাক অসীম শক্তি ,
কর্মেতে হোক মহান।
বুদ্ধি তে হোক বুদ্ধি দীপ্ত ,
পৃথিবীতে থাক শুধু সেই প্রাণ।
তার রক্তে সৃষ্টি হোক শত সহস্র প্রাণ।
এমন একটি পৃথিবী  বাঁচুক
যেখানে থাকবে সবাই সমান।