কখনো বলিনি ছুটে এস
মেঠ আলপথ ধরে
কখনো বলিনি তুমি এস
সবুজের বুক চিরে।
কেটে গেছে কত  দিন
স্বপ্নের হাত ধরে
এসেছিল কত  সবুজ পাতা
গেছেও  তারা মরে।
কি  যায় আসে চোদ্দ বা পনেরোয়
যে ডুবেছে অন্ধকারে
বাইরে যতই ঝলসাক আলো
আসবে না কভু ঘরে।
ক্ষুধিত কে দেবে অন্ন
নোংরা হাত দুটো ভরে
ঘামের গন্ধ কাটবে কি আর
বর্ষা যতই ভিজাক তারে।
জন্মাবো শুধূ কাঁধে নিয়ে হাল
আবার যাব মরে
ভরে ওঠো তুমি আলোয় আলোয়
আমি ডুবি অন্ধকারে।