গাং চিল ,শকুনীরা উড়ে এসে
ফিরে গেছে বারে বারে
ভাগাড় টা আজ শব শুন্য
টান পড়েছে খাবারে।
খাবার মজুত বাজারে
দিচ্ছে ২ টাকা সের দরে
মানুষ গুলো সুখেই আছে
ভাবছে বসে রাজা রে।
শকুনি তো দেবে না ভোট
দাম কি তার কান্নার রে
কান্নার মূল্য দিতে হলে
হারাতে হবে গদি রে।
যুদ্ধ যদি হয় তবে তো
খাবে শকুন খাবার রে
গদি যদি হারায় রাজা
ছাড়বে ও  না তার বাবারে।
মরবে মানুষ কাতারে কাতারে
আসবে শকুন সারে সারে
২ টাকা সের খাবার খাওয়া
পাবেই তখন সাজারে।
বেকার যদি না থাকে তো
কাজ করাবে কে কারে ?
চাকরি পাবার আশায় সবাই
এটাই ভোলে বারে বারে।
শকুন , মানুষ সবাই সমান
খাবার পেলে মাথায় করে
রাজা আমি চেস্টা করি
মারতে সবার ইচ্ছারে।
কটা দিন  ই বা গদি তে আছি
কাটাব দিন সুখে রে
বুঝিনা ছাই গরিব গুলো
মাঝে মাঝে যে কি করে ?