আমার ভাইয়ের রক্তে রাঙানো
২১ শে ফেব্রুয়ারী ,
এঁকেছি আল্পনা রাস্তায় তাই
অ আ ই ঈ।
মোদের মনে চিরদিন রবে
চার শহীদের নাম ,
ঢাকার অমর বীর ছাত্রেরা
রফিক ,বরকত, জব্বর ,সালাম।
আন্তর্জার্তিক ভাষা দিবসে
করি গো তোমাদের প্রনাম ,
এই বাংলার বীর ভাইয়েরা
জানাই লাল সবুজের সেলাম।
তোমাদের রক্তে রেঙে মাটি
হয়েছে শস্য শ্যামলা ,
রক্ত তোমাদের হয়নি বিফল
দেখ হয়েছে পতাকা তোলা।
তোমাদের উদ্দেশ্যে দেখ
জ্বলছে হাজার বাতি ,
এই বাংলার ভাই বোনেরা
হয়েছে তোমাদের পথের সাথী।
আমাদের কাছে খুশির দিন
২১ ফেব্রুয়ারী ,
তোমাদের তাই করছি স্মরন
বলছি অ আ ই ঈ।