তোমার সাথে মিলার আশে
হয়েছি পাগল আমি ,
তোমায় পাবার সাধনায় রত
লোকে বলে পাগলামী।

বাউল ফকির কি যে  বলে
কি সব তত্ত্ব কথা ,
কিছুই তার যায়না বোঝা
নষ্ট হয়েছে মাথা।


যে ধর্মের ,যেই তুমি হও
দেব কিংবা ফকির,
যার অধীনে থাক তুমি
দাড়ি কিংবা  টিকির।

আমার তোমায় পেতে হবে
নইলে  জনম বৃথা ,
আকাশে বাতাসে খুঁজবো তোমায়
করব সাগর ত্রিধা।


এ ভব সাগর পার হব আমি
তোমার হাত ধরে ,
দেখা দাও গো দয়াল তুমি
নাও না পার করে।

তোমার সাথে মিলব বলে
ছেড়েছি যে ঘর ,
এসেছি ছেড়েছি সবাইকে ,
যারা আপন -পর।


পাগল ছিল নদের নিমাই
পাগল লালন ফকির ,
তোমায় পাওয়ার বাসনাতে
হয়েছিল যে অস্থির।


থাক দয়াল তাদের পাশে
যে পাগল তোকে ডাকে ,
তবে কেন দিলি না দেখা
এই পাগলটাকে।


তোর ই তো সন্তান আমি
তোর অস্থির অংশ ,
এইভাবে কেন রে দয়াল
করলি আমায় ধ্বংস।