পুকুর পাড়ে কলমি বনে
কলমি তোলে কে ?
হাতে তার ছোট্ট চুপড়ি
সেই সাধারন মেয়ে।


এই মেয়েটা এই মেয়েটা
খোপায় ওটা কি ?
কলমির ওই ফুলটা তুলে
খোপায় গুঁজেছি।


গলার এই পুঁতির মালা
ছিড়ে ফেলেছি ,
খেলতে গিয়ে ছিড়ে গেছে
দোষটা আমার কি।


মা দেখলে বকবে জানি
তাতে আমার কি ?
পুতির মালা তাদের মানায়
যারা রাজার ঝি।


কলমি ফুলে সাজতে আমার
কি যে ভালো লাগে ,
সেই বারে তে সেজেছিলাম
দেখতে আসার  আগে।


আমায় দেখে ওই ছেলেটার
লেগেছিল ভালো ,
আমি এক সাধারন মেয়ে
নামটা আমার আলো।


আমায় সে বলেনি কিছু
এমনি চলে গেল ,
শুকনো কলমি পরের দিন
ফেলে দিতে হল।


আমি নাকি গাঁইয়া মেয়ে
গেছে বাবু বলে
আমার সাথে চলাই ভার
তাইত গেল ফেলে।


বাবুর সাথে হয়নি বিয়ে
কি যে ভালো হল
তা জানি আমি আর
শুকনো কলমি গুলো।


ওরা আমার খেলার সাথী
আমার গলার হার।
আমি এক সাধারন মেয়ে ,
এ আমার অহংকার।


সাধারন মেয়ে আমি
রং টা আমার কালো ,
শহুরে বাবু তোমার
বৌটা জুটুক ভালো।  


গ্রাম্য আমি সাধারন ই
গ্রামে থেকে যাই।
গ্রামের ওই যুবক টাকে
কলমির মালা পরাই।


শহরেতে থাক তুমি
তোমার মত করে ,
আমি থাকি কলমি হয়ে
গ্রামের পুকুর পাড়ে।