আগ্রাসী সব মেশিনের থাবায়
ভাঙছে পুরানো  ঘর বাড়ি ,
এসছে ঘরে প্রেসার কুকার
বিদায় নিয়েছে হাঁড়ি।


এক ঘরেতে চার ফ্যামিলি
চার রকমের সংসার ,
তোমার আমার কি বা হলো
তাতে কি আসে যায় তার।


গ্রাউন্ড ফ্লোরে গাড়ি পার্কিং
জায়গা আর কোথায় ?
গৃহ বধু আজ তাই আর
যায় না তুলসী তলায়।


লাল পেড়ে সাদা শাড়ি কে
স্কার্ট যে গিলেছে ,
শাখার ভার বইবে কে আর
সিন্দুর ও ঘুচেছে।


ওসব ছিল পুরানো রেওয়াজ
লাল বাড়িটার সাথে ,
বাড়ি যদি  গেছে চলে
রেওয়াজ কে আর রাখে।


আমরা এখন ফ্লাটে থাকি
নানান তার বাহার ,
ইট খোসা ওই বাড়িগুলির
আমার কি দরকার।


ওটা নাকি পুরানো ভিটে
বাস সাত  পুরুষের ,
কন্টাক্টর কে দিয়েছি বেচে
নিয়ে দাম পুরানো ইটের।


পুরানো সব গেছে চলে
আমরাও সব দিয়েছি ফেলে ,
পুরানো ভেঙ্গে নতুন বাড়ি
বুলড্রেজার টা দিচ্ছে তুলে।

শিখবে ছেলে ঠাকুমার ঝুলি
তাই এনেছি কম্পুটার ,
এই জন্য  বৃদ্ধ মা কে
ঘরে রাখার কি দরকার ?


বউ থাকে আর আমি থাকি
সাথে থাকে ছেলে ,
পুরানো সব ফেলতে গিয়ে
বাবা মা কে দিয়েছি ফেলে।

এখন সময় এগিয়ে যাওয়ার
সময়ের ই আগে ,
নইলে আমি হারিয়ে যাব
চোরা স্রোতের বাঁকে।