সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর
ক্লান্ত সূর্য টা মরে যাক,
গোধুলিতে হারিয়ে ফেলুক সে
সমস্ত দিনের পরিত্যক্ত উত্তাপ।


কর্ণের রথের চাকার মত
মাটি তার রথ টাকে খাক ,
ওই লাল গোল বলটা নিমেষেই
মরে যাক ,মরে যাক।


হারিয়ে যাক সে পাতার আড়ালে
সমুদ্দুরের অতল জলে ,
সবাই মিলে খুজুক তারে
হাট ফেরতের দলে।


অন্তত কিছু দিনের তরে
লুকিয়ে সে থাক ,
হারিয়ে যাক অন্ধকারে
কেউ খুঁজে না পায় ,পাক।


অন্তত একটি দিনের তরে
হারিয়ে সে যাক।
সদ্য ফোটা ফুলের দলে
চাঁদনী টুকু থাক।


কুরুর শত পুত্রের মত
সবাই মরে যাক ,
কয়েক টা দিন পৃথিবীতে
অন্ধকার টাই থাক।


হিংসা দ্বেষ হানাহানি
একটু কমে যাক ,
হিংস্র ওই ভুতের রাজা
সবাই কে মেরে খাক।


কোন এক নিস্পাপ শিশু
একাই বেঁচে থাক ,
সব পাপীদের আয়ু টুকু
একাই সে পাক।


তখন ফিরে এস সূর্য
করতে তাকে অবাক ,
ততদিনে এই পৃথিবী টা
একটু বদলে যাক।


পাপীরা মরুক অন্ধকারে
পৃথিবী করে নির্বাক ,
সূর্য তুই ওই নাতির সাথে
একাই বেঁচে থাক।


আলোয় আলোয় তুলবি ভরে
আবার পৃথিবী কে ,
মনের মত নিস সাজিয়ে
ভালো লাগবে যাকে।