আজ আমি ক্লান্ত পরিশ্রান্ত  এক প্রাণ
তাই বুঝি বন্ধু তোমার হাত বাড়াওনি
এই দুর্দিনের সময় যদি পাশে বসি
এই কি ছিল ভয় ?
অবসন্ন শরীর টা যদি এলিয়ে দেই
তোমার গায়।
তোমার কাঁধে মাথা রেখে কাঁদি
ছোট্ট ক্ষুধার্থ শিশুটির মত।
আমার এই অলস দেহ হতে যদি
ঘাম ঝরে পড়বে তোমার বক্ষ জুড়ে
তাহলে তার গন্ধ থেকে যাবে হয়তো -
ঘামের গন্ধ ধুতে স্নান করতে হবে তোমায়  
কিছু টা সুগন্ধি খরচ হবে হয়তো
তাতে কিছু টাকা ক্ষয় হবে নিশ্চয় ,.
তাই কি দুঃক্ষিত দের পাশ টা ফাকা থাকে ?
পৃথিবীর সবাই তো অপ্সর অপ্সরা
সবার মনে থাকে কাদা লাগার ভয়।