চিঠি পাঠিয়েছে আমার ছেলেবেলা -
যখন ছিলাম আমি মুক্ত বিহঙ্গ।
সারাদিন শুধু খেলা আর খেলা ,
বৈশাখের বিকালে আম কুড়াবার ধুম।
এসেছে ভেসে পুঞ্জিভূত মেঘের ভেলা ,
তারার দেশের কত কথা মালা ,
মনে তে জমা কত হাজার প্রশ্ন ?
বিধাতা কোনদিন দিতনা চোখে ঘুম।
সারাদিন হই হুল্লোর ভাই বোনের সাথে।
চড়াই ধরা ,ফিঙে মারা ,
আর ও কত দুষ্টুমির পর
মার খাওয়া রোজ রোজ বাবার হাতে।
ছোট্ট ডালিম গাছে বাসা বুড়ো টুনিটার ,
লুকিয়ে দিতাম বাচ্চা গুলো
খেয়ে নিত আমারপোষা  হুলো।
গাছের ডালে কাঁদত  সে ,করত আবদার।
কত কত দুষ্টুমিতে ভরা রঙিন দিন
পড়তে বসলে ঘুম পেত যে ,
সহজ সরল সব কিছু তবু
এই পৃথিবী আমার কাছে কঠিন।
বাবার চড় ,মায়ের আদর আর ও কতকিছু
সব কিছু আসবে ফিরে ,
ছেলে র আমার বয়স দেড় ,
আমার ছেলেবেলা এখন ,আমার ছেলেকে ঘিরে।