চৈত্রের শেষ বিকালে ,
ঝিরি ঝিরি মলয় পবনে বহে
কৃষ্ণ তোমার মধুর বাঁশরী।


পড়া কপালি রাধা আমি ,
রইতে পারি না আর ঘরে
বলনা কি করি ?


মন টা আমার নিয়েছ হরে
ফেলেছ মায়ার বাঁধনে,
ওগো প্রানের প্রিয় কানাইয়া।


স্বামী ঘুমায় আমার পাশে ,
শাশুড়ি  বারান্দায় পাহারাতে ,
বল যাই কি করিয়া।

নিজেই ভাঙলাম কলস খানি ,
আনতে যাব জল
মিলব তোমার সাথে ।


মায়ায় ঢেকে থাক তুমি ,
মরন যত হয়েছে আমার ,
কুটিলা ধরল হাতে নাতে।


নেহাত স্বামী ভালো মানুষ
তাই এবারে গেলাম বেঁচে।
হাসছ কেন কানাই ?


আর কতকাল রইব দুরে ,
ওগো আমার প্রানের বাঁশরী
এবার পদতলে দাও ঠাই।