রাত শেষ হওয়া কোনো এক দিন ভোরবেলায় ,
যখন ক্ষয়ে যাওয়া  মরা চাঁদ টা পশ্চিম আকাশে
ঢলে পড়ার জন্যনিজেকে  প্রস্তুত হচ্ছিল।  
পূব আকাশে সূর্য ওঠার শুভক্ষনের সময় ,
সেই ব্রহ্ম মুহুর্তের কোন এক ভোরবেলায়
তুমি আমায় কথা  দিয়েছিলে।
কাঁধের ওপর তোমার এলোমেলো চুল ,
অন্ধকার টাকে আরো বাড়িয়ে দিয়েছিল ।
তুমি আমার কানে কানে বলেছিলে ,
আমায় কি নেবে তোমার মনের মত করে ।
তুমি আমার আমি তোমার রব চিরটাকাল,
ইহকাল- পরকাল ,জনম জনম ধরে ।
বিশ্বাস করেছিলাম আমি তোমায় ।
হয়তো তুমি গেছ ভুলে আমায়,
সত্যি বলছি আজ কাটে মোর দিন
অপেক্ষায় আর  অপেক্ষায় ।
মন বলে একদিন আসবে তুমি ফিরে।
আহত পাখির মত মন টা আমার ,
ডানা ঝাপটাতে ঝাপটাতে নিস্তব্ধ হয়
তুমি আছ আমার পাঁজরে  পাঁজরে ,
তোমার স্বপ্ন বুকে নিয়ে ঘুম ভাঙ্গে আমার
সেই ব্রহ্ম মুহুর্তের কোন এক ভোর বেলায়।