আসমানেতে তোমায় রেখে থাকব আমি ভূমে ,
তোমার চোখের বর্ষাধারা শুষে নেব চুমে।  
দুর্জয় ওই মরুভূমি ভরিয়ে দেব উটে ,
দুর্দান্ত ওই বালির ঝড় পালিয়ে যাবে ছুটে।
সাগরে বাঁধ বানিয়ে দেব হয়ে রামচন্দ্র
আরব্য রজনীর জিনের মত জানি অনেক মন্ত্র।
আরো কত মিথ্যা গল্প ভেবে নিয়ে মনে ,
আমি রাজপুত্র তুমি রাজকন্যা মিললাম দুজনে।
পৃথিবীর অমোঘ নিয়মে একদিন আমরা করলাম বিয়ে ,
কত হাজার স্বপ্ন আজ বাঁধা ছোট্ট কুটির দিয়ে।
তুমি আমি একই সাথে একই বিছানায় শুয়ে ,
সাগরে বাঁধার স্বপ্ন আমার মরুঝর গেছে নিয়ে।  
ছোট্ট সংসার সামলাতে আজ দুজনে হিমসিম ,
সেদিনের সেই সব মন্ত্রের ওপর বৃষ্টি এলো রিমঝিম।
সব প্রেমিকের একই ভাবনা ভালবাসার শুরুতে ,
জীবন শুরু হলে সব শেষ হয় অন্ত চাই মাঝপথে।
আর যারা হেরে যায় সব শরুর আগে ,
পৃথিবী থেকে মুক্তি নিয়ে বিনিদ্র রাত জাগে।
হয়তো তারা আসমানে তে রাখে প্রিয়তমা কে ,
অসীম আকাশের ছায়া হয়ে সাগর তাকে বাঁধে।
আরো আশা নিয়ে থাকে পাবে মনের মানুষ ,
এই ভাবে ঠকছে চিরকাল চালাক, বোকা পুরুষ।