আমি তো একটা টুকরো কাগজ
কি করবে আমায় রেখে ,
তার চেয়ে ভালো উড়িয়ে দাও না
আমায় আকাশের দিকে।
উড়তে উড়তে বেড়াব ভেসে
পেরিয়ে দূর সীমানা ,
গঙ্গা পদ্মা ইচ্ছামতী সিন্ধু
তিস্তা তোর্সা মেঘনা।
মিনতি করে তোমাদের পায়ে
আমায় বেঁধে রেখোনা ,
এক হাত থেকে আর এক হাতে
বন্দী থাকার খুব যন্তনা।
তার চেয়ে ভালো সাদা কাগজ হয়ে
ভেসে বেড়াব দুরে দুরে ,
তোমাদের সব বেড়াজাল জাল
ভাঙব ঘুরে ঘুরে।
আমার বুকে দাওনা লিখে
একটু শান্তির বাণী ,
তোমার শত্রুর কাছে পৌছে আমি
বন্ধ করব হানাহানি।
ওদের হাতে দিওনা আমায়
ওই যে পাগল পাগলি ,
আমার বুকে ফেলবে রক্তের ফোটা
ভালবাসা দেখাবে খালি।
ফেলনা আমায় ডাস্ট বিনেতে
ওখানে বড় গন্ধ ,
পচা গলা হাড় মাংসের সাথে
থাকলে হবে দম বন্ধ।
ও খুকি আমার কথা শোন
নে না আমায় কুড়িয়ে ,
ছোট্ট উড়োজাহাজ করে আমায়
দে আকাশে উড়িয়ে।
মনের আনন্দে ভাসব আকাশে
দেব তোকে হাতছানি ,
তোর খুশিতে হাসব আমি
ও আমার ছোট্ট সোনা খুকুমনি।