জীবন
তুমি কি চাওনা ?
আমি তোমার হাত ধরি ,
কুয়াশাচ্ছন্ন কোন অন্ধকার রাতে ,
তোমার পাশে থেকে তোমার হাত ধরি।
জীবন
কেন তুমি আমায়
এমন ভাবে কাঁদালে ?
সুসময় কি আসবে না আমার ,
করতে কি পারব না তোমায় সহচরী।  
জীবন
পেয়েছি তোমার দয়ায়
এই পৃথিবীর সকল আলো ,
কেন তবে ঘনালো অন্ধকার জীবনে আমার
জীবন তোমায় কি বাসিনী ভালো ?
জীবন
হৃদপিন্ডের ধুকপুক টা
বাড়ছে দিন দিন ,
নিশ্বাসের শেষ বিন্দু পর্যন্ত রবে সাথে
জ্বালাবে সমস্ত দেহ মনে রোশনাইয়ের আলো।
জীবন
বাঁচতে চাই আমি
জীবনে বাঁচার মত করে ,
অর্ধ মৃত কুকুর শুকরের মত করে নয়
অন্ধকার থেকে তুমি  দেখাও মুক্তির পথ।
জীবন
সূর্যের আলোয় এস
রোজ রোজ যেমন আসো,
সব দুঃখ মুছিয়ে দাও এ নশ্বর দেহ হতে
আনন্দ খুশির বন্যায় সাজিয়ে তোমার রথ ।