এই সুবিশাল প্রানিকুল কে
তুমি কি বা দিতে পারবে ?
কনকনে ধুসর তুষার তান্ডব
আধমরা প্রাণ কে শীতের প্রকোপে।
বসন্তে সদ্য ফোটা পলাশের কুঁড়ি ,
লাল কৃষ্ণ চূড়া পারবে কি দিতে ?
তাহলে কাপুরুষ আসছ বা কেন ,
ঠান্ডার পিছু পিছু , হাড় কাপুনিতে
মরে যাবে একদিন এই সব প্রাণ।
সহস্র হাসি মাখা হয়ে যাবে ম্লান ,
ওহে কাপুরুষ মৃত্যু তুমি এসে
সেইদিন গাইবে তোমার গান।
প্রচন্ড এক কাল বৈশাখীর ঝড়ে
জীবকুল নোয়াবে তার মাথা ,
ওহে মৃত্যু বীরের মত এস সেইদিন
গাইতে তোমার জয়গাথা।
অনাবিল আনন্দের হাসি নিয়ে মুখে
বজ্রসম মৃত্যু তুমি আঘাত হানো ,
তোমায় কষ্ট করতে হবে না কখন ও
শিয়াল কুকুর থাকবেনা শ্মশানে ও।
দক্ষ যোগ্য কর সেইদিন তুমি
ভেসে ওঠো প্রচন্ড সুনামি তে ,
যতই তুমি নিশ্বেস কর প্রানিকুল
প্রাণ ঠিক থাকবে এই পৃথিবীতে।
তাহলে মৃত্যু কি করলে তুমি
কেন তোমার এ মিথ্যা অহংকার ,
কিসের কারণে এ করুন ছায়া
কেন ভাঙ কারোর সাজানো সংসার।