আম্র পল্লবে ঘটের ওপর
সুখের চাবির বাস ,
সুখ সেখানে দৃঢ় করতে
লাগে দূর্ব ঘাস।
একটু খানি সুখের জন্য
হাতে রাখা হাত ,
বিয়ের পিড়িতে বসতে তাই
করিনা প্রতিবাদ।
বিয়ে মানেই মনের মিলন
সুখ আসছে ঘরে ,
একলা মন আজ সঙ্গী পেল
চিরদিনের তরে।
বাবা মা খুব খুশি আজ
মিটবে মনের সাধ ,
নাতি নাতনির সাথে খেলে
কাটাবে দিন রাত।
কখন ও বা হবে রাক্ষস
কখনো টাট্টু ঘোড়া ,
পিঠের ওপর চড়িয়ে তাকে
ঘুরবে সারা পাড়া।
নতুন বউ ঘরের লক্ষ্মী
মা যে মনে করে ,
এবার তাদের খাওয়াবে বউ
দুবেলা রান্না করে।
আমি যখন ফিরব রাতে
সারাদিনের পরে ,
আমার পাশে বসে সে যে
বলবে আদর করে।
সারাটা দিন অনেক হয়েছে
এবার খাবে চল ,
সবাই কে দিয়েছি খাইয়ে
খাবার যে ঠান্ডা হল।
তুমি আমি বাকি আছি
একসাথে আজ খাব ,
পারসের ঝাল করেছি আজ
কাঁটা ছাড়িয়ে দেব।
স্রাদিনের ক্লান্তি সব
নিমেষে যাবে ঘুচে ,
গৃহিনী যখন শাড়ির আঁচলে
মুখটি দেবে মুছে।
পৃথিবীর সব চেয়ে সুখী মানুষ
ভাবব নিজেকে ,
যত্ন করে সাজিয়ে রাখব
টুকরো সুখ গুলিকে।