সোনাঝুরির বনেতে
চাঁদের আলোর মেলা ,
পড়ন্ত ওই পাতার সাথে
জোছনা করছে খেলা।


বসন্তের ওই দখিনা পবনে
পাতায় পাতায় লেগেছে দোলা ,
মেঘেরা দল বেঁধে আকাশেতে
ইতি উতি করছে খেলা।


সাঁওতাল পাড়ায় মরদ গুলো
বাজাচ্ছে মাদল ,
জানা অজানা সুরেতে সব
তুলছে নানান বোল।


বাউল টা ওই গান ধরেছে
এক তারাটির সাথে ,
ময়ের সবাই মত্ত নাচে
হাত টি রেখে হাতে।


আবির নিয়ে পিচকিরিতে
হয়গো যেথায় স্নান ,
রং মাখার তালে তালে
বাজে রবীর গান।


এমন দৃশ্য না দেখলে
ভরবে কি  আর মন ,
তাইত বলি চল সবাই
শান্তি নিকেতন।