এসেছে বসন্ত আজ
আবিরে ভরাতে মাথা
পলাশের  ডাল হতে
ঝরাতে পুরানো পাতা।


এসেছে বসন্ত আজ
এই বাংলা দেশে
বাতাস যেথায় আবির মেখে
আকাশেতে মেশে।


কানাইয়ার বাঁশির সুরে
মেতেছে আজ মন
এসেছে বসন্ত আজ
চারিদিকে তার জাগরন।

দখিনা বাতাসে সদা
বসন্তের ই গন্ধ
আজ হোলির দিনে ভাই
সকল কাজ ই বন্ধ।


এসেছে বসন্ত আজ
উত্সবের দিন
মানুষের মনের কলঙ্ক
হয়ে গেছে ক্ষীন।


রঙের  ডালি  নিয়ে হাতে
সবাই রাস্তায় নেমেছে
কোকিলের মনে খুশির ছোয়া  
বসন্ত এসেছে ,বসন্ত এসেছে।