খোদা ডেকে বলল আমায় ,তনু
পৃথিবী তে পাঠাব না আর তোরে
কখন ও কারো আদরের মেয়ে করে।
বেহেস্তেই রইবি এবার থেকে তুই
বেঁচে গেছিস রে পৃথিবী ছেড়ে।
লক্ষ্মীর অংশ থাকবে না আর
কারো মেয়ে কারো বোন হয়ে ,
পৃথিবী ধংসের সময় হলো
কাল দেখো ওই আসছে ধেয়ে।
শয়তানেরা এগিয়ে যায় দলে দলে
মোমবাতির মিছিলের মধ্য দিয়ে ,
হেসে খেলে রইবি তনু ,বেহেস্তেই
কাজ নেই তোর পৃথিবীতে গিয়ে।
রক্ষক যেথায়  ভক্ষক হয়
শান্তি সেথায় কি করে বা রয় ,
নাগে দের বিষে ভরেছে বাতাস
পৃথিবীটা শান্তির জায়গা নয়।
আমি সৃষ্টি কর্তা পাষন্ড নই রে
বুঝেছি তোদের ব্যথা ,যন্ত্রনা ,
আজ থেকে বন্ধ নারী সৃষ্টি
যে যতই দিক কুমন্ত্রনা।
তনু আমি পাঠাব না আর তোরে
দেখি রাক্ষস গুলো কি খায় আজ
কার ওপর আছড়ে পড়ে।
সময় এসেছে পৃথিবী ধংসের
শয়তানেরা যাবে সবাই নরকে ,
দেখিস তনু আমার বিচার
শাস্তি পাবে সবে একে একে।
তোর তো এখন কষ্ট নেই রে
হাসবি খেলবি গাইবি গান ,
কাঁদবে এবার পশুর দল ।
পৃথিবী থেকে বিদায় নেবে নারী
পাষন্ড করবে কাকে রেপ ?
কাকেই বা করবে আক্রমন ?