ভুল করে যদি হয়ে যাই নদী
সাগর আমায় করো ক্ষমা ,
সর্বদা রেখ গলায় জড়ায়ে
থাকব হয়ে তোমার প্রিয়তমা।


বলব কথা চুপি চুপি
বাতাসের কানে কানে
জঙ্গল তোমার কষ্টের দিনে
মন ভরাব আমার গানে।


বৃক্ষ তমি কেঁদ  নাকো  আর
পাতা হয়ে থাকবো তোমার বুকে
শীত যতই গ্রাস করুক আমায়
ঝরা পাতা হয়ে ছাড়ব না তোমাকে।


ঝর্না হয়ে গড়িয়ে পরব
পাহাড় চুরার ওপর থেকে ,
সমাজের যত ময়লা ধুলো
সমস্ত করব মুছেই ফিকে।