দেখো বন্ধু ভোর হয়েছে
এবার যাব উড়ে ,
এখন ও কেন রেখেছ
আটকে বাহু ডোরে।


দাও না কেন ছেড়ে আমায়
যাই না আমি উড়ে ,
কাল কে রাতে আসবো আমি
অন্য কারো ঘরে।


রাত থাকতে চলে যাব
খোল তোমার বেড়ি,
মিটিয়ে দাও পাওনা টুকু
তোমার পায়ে পড়ি।


সারা রাতে দমকা ঝড়ে
ভাঙলে আমার ডানা,
এখন টাকা দেবার বেলায়
করছো কেন কান্না।


রাতের রাত পরি আমি
থেকেছি তোমার পাশে ,
এখন ও খাওয়া বাকি
আটকাও সেই আশে।


আনন্দ সব দিয়েছি তোমায়
আমি পেয়েছি কষ্ট ,
সূর্যের আলো দিয়েছে দেখা
কোরোনা সময় নষ্ট।


গেলেই এখন ছন্দা মাসি
টাকা নেবে ভাগ করে ,
আজকের কষ্ট ভুলতে আমি
কাল যাব অন্য কোথাও উড়ে।


এই শরীর ভাঙিয়ে বাবু
জোটাই অন্ন জল ,
ভোরের পাখি উড়ে যাব
দুঃক্ষ কিসের বল।


সূর্য উঠলে সকাল হবে
নতুন একটা দিন ,
নতুন করে সাজব আবার
করব মন রঙীন।