মেঠ পথে রাখাল বালক যাবে তুমি কতদূর
মাথায় গামছার পাগড়ি, তুলছ বাঁশি তে সুর ,
গরুর পাল সামনে চলছে পিছনে তার তুমি
আনমনে বাঁশি বাজাও এ কেমন পাগলামি ?


রাখাল ছেলে রাখাল ছেলে বাঘ পড়েছে পালে
মনিব কে কি জবাব দেবে সন্ধ্যায় বাড়ি গেলে ,
মাঠের মাঝে পাকুড় তলে গাভীর হলো বাছুর
তিড়িং বিড়িং লাফায় সে ,শুনে বাঁশির সুর।


আরেক জন পাগল হলো তোমার বাঁশি সুনে
মন টা তার হয় উচাটন , সুর গেলে তার কানে ,
আপন মনে গাছের ছাওয়ায় বাঁশি ওঠে বেজে
বাঁশি শুনে গোয়্লানির মেয়ের মন বসে না কাজে।


বর্ষার টইটম্বুর পুকুরের মত টলটলে তার ভরা যৌবন
দাড়িয়ে আছে পিছনে তোমার দিয়েছে তোমায় মন ,
সারা টা দিন জগৎ ভুলে বাজাও বাঁশি আনমনে
এসেছে প্রিয়া তোমার পাশে মিলতে  তোমার সনে।


সময়ের সাথে কত কিছু  হারায় তেমনি হারালে তুমি
প্রিয়ার হাত ধরে চলে গেলে ছেড়ে এই বঙ্গ ভূমি ,
গরুর পাল কমেছে আজ মনিব ও গেছে পরলোকে
রাখাল বালক তোমাদের কথা আজ কে মনে রাখে ?