কি পেয়েছি মা গো আমি জন্মে বারে বারে
ক্ষুধিত আমি নেড়েছি কড়া দ্বারে দ্বারে ,
থেকেছি একা চাঁদের আলোয় অনাহারে !
চাঁদ নয় রুটি মিটাব ক্ষুধা চিবিয়ে তারে ,
মরুতে থেকেছি একা, তেতে হয়েছি লাল
আসেনি আমার কাছে কোন আশার সকাল।


সবুজ দেখেছি হাজার বার মেটেনি তাতে ক্ষুধা
ভেবেছি মনে বারে বারে পৃথিবী টা হোক দ্বিধা ,
তাহলে হয়তো মুক্তি পাব আসব না কভু আর
বারবার  ক্ষুধায় কাতর হব না,মরব যে একবার,  
এত রঙ্গ ভরা এ বঙ্গ কিছুই হলো না তো দেখা
১ থেকে ৯ পায়নি আমি শুন্যে জীবন লেখা।


গাছ পাতা ফুল ফল শাখেতে পাখির কলরব
ধরাতো দিল না কেউ হারালো জীবনে সব ,
টাকার পিছনে ছুটে মরলাম পেলাম না টাকা
আনন্দ সে দিল না ধরা , চারিদিকে সব ফাঁকা ,
খেলাম চা ফেললাম ভাড় জমলো ডাস্টবিন
বুঝলাম না ফুরোলো কবে আমার বাঁচার দিন।