কিভাবে যে কি হয়ে গেল
সব কিছু ছিন্নভিন্ন এপার ওপার
পরস্পর ভাই ভাইকে খুন।


কেউ প্রাণ নিয়ে দেয় দৌড়
কেউ মরে অনাহারে , অভুক্ত
প্রাণ পায়নি পান্তাভাতে নুন।


কিছু মানুষ জড়ো হলো একত্রে
নামহীন পরিচয়হীন মানুষ
গড়লো শত শত কলোনী।


যারা পেল অনেক পেল
সুখ  চিরকাল তার ঘরে থাকে  
হয়ে তাদের ঘরের ঘরণী।


নামহীন মানুষ নাম ফিরে পায়
সঙ্গে কিছু টা হয়ত ব্ল্যাকমানি
নিজেদের ভাবে তারা রাজা।


আজ সবাই বদলেছে নিজের চরিত্র
ডিজিটাল যুগে সবার পরিবর্তন
ক্ষুধিতের দায় হয়েছে বাঁচা।


নিরন্তর ঘুরছে চাকা , পৃথিবী চক্রের
চারিদিকে সবাই কিনছে ফ্ল্যাট বাড়ি  
ভিখারী হয়েছে আজ ধনী।


সবাই শুধু বাহির বদলেছে ,
ভিখারী মন কমেতে চায় অনেক
ঠিক যেভাবে রাখত তাদের কলোনী।


যেমন থাকে বস্তিতে একসাথে সবে মিলে
নাম বদলে হয়েছে শেয়ার সিস্টেম ,
এক ঘরেতে আগের মতই বাস।


এটাই নাকি স্টাটাস এই যুগের,
ফ্ল্যাট আর বাড়ি বউ ও দরকারী
বাকি টা কলোনীর , সব পরিহাস।