অচেনা কে চিনবার নতুন এক  পন্থা
দাড়িয়ে আছ তুমি বাস স্টপেজে, সুন্দরী
এক দাড়িয়ে তোমার পাশে একাকী
হয়তো সে কাজ করে , কিংবা কলেজ ছাত্রী।
অসহ্য ভাবসা গরমে মনে জমা  গুমোট
কাটাতে হাতের পেন ফেলা , তারপর হাই !
শুরু হলো অকারণে , সুন্দরীর মনে প্রবেশ
করতে কিছু অপ্রয়োজনীয় কথার রেশ
এইভাবে জীবনে এক নতুন আলোর ভোর।



যে মেয়েটা বাঁচতে চেয়ে একটু ভালোভাবে
যেতে হয় প্রতি রাতে দরজা থেকে দরজায়
ঘরেতে অকর্মন্য বাবা মা ডুবে আছে অভাবে
তাকে কেন প্রতি রাতে পোশাক খুলতে হয় ?
পাশবিক অত্যাচারের শিকার মেয়েটি কেন
পায়না জীবন বদলানোর চাবিকাঠি ?নাকি
ওটাই তার জীবন বেশ্যার চিহ্ন একে তাকে
খুলতে হবে প্রতি রাতে অচেনা মানুষের দোর।
এই ভাবে আসবে প্রতিটা কলংকিত ভোর ?


সুখ কি শুধু সুখীর জন্য , দুঃক্ষ তবে কার
সুখের ভাগ একাই ভোগে ,দুঃখে একা তার ,
খেতে যে পায়না সারাদিন পথের ধরে বসে
দুঃখ তার রয়েছে সাথে ,কি হবে সুখ এসে।
হাজার রকম দুঃখ আছে , সুখ কিন্তু একটাই
আনন্দ আর আনন্দ , দুঃখের রকম ফের ভাই  
পৃথিবীর দুঃখ মোচনের চাবিকাঠি কার কাছে ?
সবার জন্য আসবে কবে নতুন সুখের ভোর
বাঁচতে চাইলে খোজ চাবি,ভাগ্য বদলাতে তোর।