ধুর বাবা ! ভাল্লাগেনা , এ কেমন দেশ বাবা
সারাদিন মরি ক্ষুধায় ,জোটেনা তবু খাওয়া
তেষ্টায় প্রাণ ফেটে যায় পাই যে শুধু হাওয়া
মানুষ মরে অনাহারে,মঞ্চে চলে হিহি হাহা
মরছে মানুষ , ধুকছে মানুষ দৈত্য বলে বা !
যুধিষ্ঠির আর দুর্যোধনের নেইকো তুলনা।


গাছের বোঁটা মরে গেলে ,পাতা যায় খসে
গাছের গোড়া আলগা হলে মাটি যায় ধসে,
এই কথা  কেউ বোঝেনা? কেউ বোঝেনা
উড়বে পাখি ততক্ষণ থাকবে যখন দু ডানা
মাটিকে  ভুললে মরণ একথা সে বোঝেনা ,
মাটি যে তার ই আপন সেই বোঝে  কান্না।


মুর্খ মানুষ বোকা মানুষ ভুলে সে সবকিছু ,
গর্বে আর অহংকারে হয়না তার মাথা নিচু।
কিন্তু বাবা ! হারালে গদি রবে না কেউ পিছু ,
দেখবে তখন ফেলবে খোসা খাবে শুধু লিচু ।
আগেই থেকেই এস নেমে থাক মাঝে সবার
পৃথিবী টা বদলে যাবে , শান্তি ফিরবে আবার।