কাল আমাদের জামাই ষষ্ঠী
শাশুড়ি করবে জামাই বরণ ,
বাজারে জিনিস আকাশছোয়া
শ্বশুর বাবার হয়েছে মরণ।


জামাই আবার বড় অদূরে
বেছে খায়না মাছের কাঁটা ,
শাশুড়ি তাই গুছিয়ে রেখেছে
আগের দিনের মাংস টা।


জামাই বাবা আসবে কাল
বউ ছেলেদের নিয়ে সাথে ,
দু তিন দিন থাকবে তারা
শ্বশুরের দাঁত ঠেকবে দাঁতে।


আম জ্যাম কাঠাল আসবে
ঘর হয়েছে  গন্ধেতে ম ম ,
বাজারে পাঁঠার দাম শুনে
শ্বসুর বাবাজি এক্কেবারে থ।


যতনে রাখা বড় মাছ গুলো
এবার বুঝি পড়বে  মারা  ,
জামাই বাবাকে ঠেকাতে তাই
শুশুর বাবা যে দিশা হারা।


একটু তবু রক্ষা আছে যে
বেতন পেয়েছে  এবার ,
২০০ টাকা লিচুর কিলো
কিনছে শ্বশুর তাই দেদার।


যথা সাধ্য করছি বাবা
যেন মেয়েটা থাকে সুখে ,
আমি যতই ডুবি না কেন
মামনি থাকবে হাসিমুখে।