হঠাত কাল রাতে কেউ স্বপ্নে আমায়
কানে কানে বলল চুপি চুপি
মেঘের রাজা খুলবে নাকি এবার
তার লুকিয়ে রাখা সেই সব ঝাঁপি।
হঠাত করে অস্ত্র নিয়ে হানবে আঘাত
এই পৃথিবীর পরে ,
ভালই হবে পৃথিবীর সব কলঙ্কিত প্রাণ
নিমেষে যাবে ঝরে।
মৃতপ্রায় এই পৃথিবী তে ফুটবে নতুন ফুল
শীত বসন্ত বর্ষা মানিয়ে নিতে তাদের
হবে না কোনো ভুল।
ধনী গরিব ভেদ রবে না কোন
সূর্য সবার একটাই , সাগর বাতাস নদী
থাকবে সবাই হয়ে ভাই ভাই ,
দুরাত্মা সব হবে দূর , শান্তি ফিরবে আবার
খুশিতে বাঁচবে , আনন্দে বাঁচবে সবাই
খুব  শীঘ্র আসবে সেদিন আর দুরে নাই।