শুন্য থেকে করতাম শুরু মন পাখি
জীবন শেষে যাবার বেলায় হত নয় ,
লাল জবা থেকে দামী কোন অর্কিড
মনে লাগে খোঁচা , কাঁটা ফোটার ভয়।


আকাশ থেকে বজ্র আনতাম  পেড়ে
সাগর ফুড়ে তর জন্য দামী সেই মুক্তা,
আশ্বাস দে মন পাখি মোরে থামবি তুই
থামবে তোর এই চাওয়ার অসুখ টা ?


ফুলের থেকে পরাগ রেনু আনব কেড়ে
মধু আনব তর জন্য মৌমাছিদের মেরে ,
বল না মন , বল না আমায় কি পেলে
আরো চাই এই অসুখ টা যাবে সেরে।


সোনা দানা মনি মুক্ত কি লাভ জমিয়ে
টাকা পয়সা কেউ তোর আপন নয় ,
তাহলে কেন অবিরাম ধারায় নিজেকে
মারছি আমি , তিলে তিলে করছি ক্ষয়।


রাতে কেন স্বপ্ন দেখি আরো বেশি পাবার  
ঘরেতে যার কেউ নেই নষ্ট হচ্ছে খাবার ,
নিজের নামে করে সব বাড়ছে অহংকার
হচ্ছে শুধু অপচয় বুঝিস না মন আমার।


মন কেন এত ই  অবুঝ শুধু ই  পেতে চায়
যা পেয়েছি মন কেন  পাখি তাতে শান্ত নয় ,
হায়রে মন  পোড়া মন বুঝি না তোর মায়া
এতই যদি হাহাকার শেষে বন্ধ কেন চাওয়া ?