একে অন্যের মুখের গ্রাস কেড়ে নেয়
পৃথিবীতে একজনের হয় পেটমোটা ,
অন্য জন ক্ষুধায় কাতর , রিক্ত ,শীর্ণ
মোটা টাকা পান চায় ধরে কেউকেটা।


পৃথিবীতে সবাই খুনি কেউ ভাতে মারে
আর যে পায়নি ভাত নিজ হাতে মারে,
পেট মোটা ঐ কুমির গুলিকে হয় খুনি
সন্ত্রাসী , প্রশাসন ওদেরই কেবল ধরে।


আজব চিড়িয়া খানা এক খুনিদের বাস
পথের দুধারে সরিয়ে দেখ সবুজ  ঘাস ,
কেউ বা অনাহারে মৃত , কেউ গুলিতে
আজ সবাই পচা গলা বেনামি  লাশ।  


শত্রুর বল বাড়তে দিও না কখন ও
সে তোমার জোরালো আঘাত হানবে,
তোমার দোষে আজ সে তোমার শত্রু
প্রশাসন কিংবা রাষ্ট্র এ কথা  মানবে।


ক্ষুধা আর মৃত্যু এরাতো ভাই ভাই
এক জনের পর অন্যজন যে আসে,
ক্ষধার তাড়নায় কিছু অভুক্ত প্রাণ
খাচ্ছে পেট মোটা মানুষ  গোগ্রাসে।