এসেছে বর্ষা গাইছে গান ব্যাঙের দল
ময়ুর ময়ুরী নাচের তালে মত্ত  আজ ,
ঘরে মন টেকে না কি করি আমি বল
কাঁদছে মেঘ আকাশে ভরেছে বাজ।


তোমার চোখের সাগরে দেখেছি স্বপ্ন
তোমার আখির জলে ঝরেছে ঝর্না ,
তোমায় কথায় ধুসর মরুতে অরণ্য
বন্ধ আজ  নলের আঘাতে মরা কান্না।


ইতিহাসের  পাতায় কাঁদে কত প্রেমিক
নুরজাহান দের জন্য শাহজাহানের মন ,
তাহলে কেন হারাব আমি অন্ধকারে
অমানিশার অন্ধকার থাকবে  কতক্ষণ ?


তুমি চলে গেছ যুদ্ধ ও হয়ে গেছে শেষ
রাবন কৌরব রা আজ হয়ে গেছে শান্ত ,
পৃথিবী তে আজ মাথা তুলছে সবুজ ঘাস
তবু কেন দ্রৌপদী রা আজ দিক ভ্রান্ত ?


জেগেছে সবুজ জেগেছে কচি কাচারা
তুমি আজ নিরব কঙ্কালের সাথে সংসার ,
তোমার আশায় থেকে থেকে আমি ক্লান্ত
জানিনা কবে কাটবে অমানিশার অন্ধকার।