রেল গাড়ি ছুটে চলেছে প্ল্যাটফর্ম ছেড়ে
গতি ময় জীবন  যোগ দিয়েছে দৌড়ে ,
একে বেঁকে চলেছে যেন চলন্ত এক সাপ
দৌড়ে হেরে গেলে পাবে নাক মাফ ,
তাই ছুটতে হবে স্টেশন থেকে স্টেশনে
জিততে হবে জীবন কে  দৌড়ে
তাই জীবন ছুটে চলেছে রেলগাড়ির মত।


স্টেশন থেকে ছাড়লো ট্রেন হু হু শব্দ করে
হঠাৎ কেন থমকে দাঁড়ালো ট্রেন একটু দূরে ,
স্তব্ধ হলো আবার জীবন , থমকে দাঁড়ালো
নদীর স্রোত চোরা বাঁকে জীবন হারালো ,
আবার চেষ্টা আবার চেষ্টা করতে হবে শুরু
জিততে হবে জীবন টাকে এক দৌড়ে
তাই জীবন ছুটছে অবিরাম রেলগাড়ির সুরে।


দাঁড়িয়ে ট্রেন স্টেশন তাতেই চলবে কিভাবে
খাচ্ছে সময় হচ্ছে ক্ষয় মরছে সবই অভাবে ,
স্তব্ধ আছে গাছের পাতা পড়তে গিয়ে মাটিতে
পাহাড় চূড়ায় বরফ জমে জল দেবে কে নদীকে ?
এমন ভাবেই হঠাৎ করে জীবন ও গেলে থেমে
যাচ্ছে তোমার জীবন টাও ওপর থেকে নেমে ,
কি আর করবে তুমি হারবে জীবন দৌড়ে
জীবন গাড়ি কিভাবে যাবে স্টেশন -স্টেশন্তরে ?


তোমার জীবন তোমার হাতে তোমার জীবন গাড়ি
তুমি জানো কিভাবে তুমি জীবন দেবে পাড়ি
কোথায় কোথায় থামতে হবে তাও তোমার হাতে
তোমার জীবন দিও না তুমি তারে দাঁড়াতে ,
রেল গাড়ি টা ছাড়বে আবার চলবে হু হু শব্দে
জিততে হবে জীবন টাকে এক দৌড়ে
তাই জীবন ছুটছে অবিরাম রেল গাড়িরই সুরে।